রেণু/দান
(পৃ. ৬১)
দান
হে সুন্দরতম বন্ধু! একদিন তরে
ও পীত উত্তরী খানি দিয়ে যাও মোরে,
শ্রীঅঙ্গ-সুরভিমাখা নম্র সুকুমার
নববসন্তের মত উত্তরী তোমার!
গভীর নিশীথে যবে ঘুমাবে সকলে,
আবরিয়া ফুল্ল তনু সে উত্তরীতলে
লুটাইব শয্যাবক্ষে সুখালসভরে
মুক্তবাতায়ন হ'তে কপোলে অধরে
চক্ষে বক্ষে গ্রীবা-মূলে, পদপ্রান্ত-দেশে
চন্দ্রকর মুগ্ধ হ'য়ে পড়িবেক হেসে!
সুখে কাটাইব জাগি সুদীর্ঘ নিশায়
ফিরাইয়া দিব তারে নির্ম্মল উষায়।
স্নান শেষে শুদ্ধ দেহে সেই খানি পরে
দেখা দিয়ে যেয়ো পুন আমার এ ঘরে!