রেণু/প্রেমের উন্মেষ
(পৃ. ৩৫)
প্রেমের উন্মেষ।
শৈশবের শেষে যবে কিশোর জীবন,
ধীরে উঠিতেছে জাগি মেলিয়া নয়ন,
শারদ প্রভাতে কিম্বা মাধবী সন্ধ্যায়
আধেক আলোক মাঝে বিহ্বলের প্রায়
বায়ু বহি আনে যবে পুষ্প-গন্ধ-ভার;
অতি মৃদু পদে ধীর মধুর হাসিয়া,
অজানা অতিথি তুমি হৃদয় মাঝার
আসি দেখা দেও, কোন মধু মন্ত্র দিয়া
জাগাও জীবন মাঝে নূতন বেদনা
সুকুমার আশা শত, নবীন কল্পনা;
হৃদয় গাহিয়া উঠে অভিনব স্বর,
সহসা ধরণী হয় মোহন মধুর।
তুমি জীবনের নব যৌবন উন্মেষ
মৃদু সুখ মৃদু ব্যথা মধুর আবেশ।