রেণু/প্রেমের রহস্য
(পৃ. ৪১)
প্রেমের রহস্য।
ফাল্গুন উৎসবরাতি, বসন্ত চঞ্চল-
গীত বাদ্য গন্ধ হাসি ঝরে অবিরল
চৌদিকে আমার; তবু ব্যগ্র আশে ভরি
উৎসুক নয়ন দুটি রেখেছি প্রহরী
প্রবেশ দুয়ারে, কতক্ষণে প্রিয়তম,
আসিয়া উদিবে ধীরে পুর্ণচন্দ্র-সম;
আনন্দ-নয়ন-পাতে শোভা আজিকার
সম্পূর্ণ সুন্দর হবে সার্থক আমার!
সহসা ফিরায়ে মুখ হেরিনু পশ্চাতে
দাঁড়ায়ে রয়েছ তুমি, স্নিগ্ধনেত্র-পাতে
তৃপ্ত করিয়াছ মোর সকল কামনা:
আমি অবোধের প্রায় অধীর-বাসনা,
আছিনু চাহিয়া মিছে সম্মুখে আমার;
বুঝি নাই পূর্ণ সুখ পশ্চাতে অপার।