ভীরু-প্রেম।

এযে সঙ্গোপন সুখ, বড় সুকুমার,
অক্ষম শিশুরপ্রায় দুর্ব্বল সুন্দর,
করুণ নয়ন দুটি, মৃদু-তনু-ভার
অপরে সঁপিব ভেবে তরাসেকাতর!
তাইতো ভুলেছি সব আর কাজ নাহি
শুধু তারে বক্ষে লয়ে চলেছি একেলা,
প্রভাত কাটিয়া যায়, শান্তি গান গাহি
পাখী ফিরে আসে নীড়ে, ধীরে সন্ধ্যাবেলা
শ্রান্ত সূর্য্য অস্ত যায়, সুপ্তি-মন্ত্র পড়ি
শান্ত করি কলরব, সুস্নিগ্ধ বীজনে
যামিনী পাড়ায় ঘুম সকল ভুবনে!
আমারি বিরাম নাহি নিশি দিন ধরি;
তাই আজ ভীত আমি শ্রান্ত হলে পরে
কে আছে করুণ এত দেব যার করে।