সর্ব্বস্ব।

সুখে দুঃখে আশা নিরাশায়, এ নির্জ্জন
অন্তর মন্দিরে জ্বালিয়াছি একখানি
কনক-উজ্জ্বল প্রেম নির্ম্মল শোভন
তোমারি কারণে, আর কারে নাহি জানি।
নতনেত্রে অশ্রুভরা বিরহ-বেদনা
শুধু জাগে তোমাতরে, মুদুওষ্ঠাধরে
কাঁপি ওঠে সুখহাসি, মিলন-বাসনা
তব দরশনে হৃদি আলোড়িত করে,
ছড়ায় সর্ব্বাঙ্গে মোর আনন্দ উদ্বেগে।
বিরহে ব্যাপিয়া বিশ্ব জাগ আঁখি পরে
আমারে আকুল করি, অপূর্ব্ব আবেগে
জাগাও সুখের ব্যথা অধীর অন্তরে
মিলনের মাঝে, দূরে পেলে মরে যাই
কাছে পেলে কোথা রাখি ভাবিয়া না পাই