বাউল গান

আপনারে আপনি চিনিনে।
দীন দ'নের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে॥
আপনারে চিনতাম যদি
হাতে মিলতো অটল-নিধি[১]
মানুষের করণ হ’তো সিদ্ধি
শুনি আগম পুরাণে॥
কর্তারূপের নাই অন্বেষণ
আত্মারি কি হয় নিরূপণ
আত্মতত্ত্বে পায় সাধ্য ধন
সহজ সাধক জনে॥
দিব্যজ্ঞানী যে জন হ’লো
নিজতত্ত্বে নিরঞ্জন পেলো
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন রইল
জন্ম-অন্ধ মন-গুণে॥

  1. চরণ-নিধি