লালন-গীতিকা/১০৬
১০৬
সামান্যে কি তার মর্ম জানা যায়।
হৃদ্-কমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয়।
দুগ্ধে জলে মিশাইলে
বেছে খায় রাজহংস হ’লে
কারো সাধ যদি যায়, সাধন-বলে
হয় সে হংসরাজের ন্যায়॥
মানুষে মানুষের বিহার
মানুষ হলে দৃষ্ট হয় তার
সে কি বেড়ায় দেশদেশান্তর
পিঁড়েয় পেড়োর খবর পায়।
পাথরেতে অগ্নি থাকে
বের করতে হয় ঠুকনি ঠুকে
দরবেশ সিরাজ সাঁই দেয় অমনি শিক্ষে
বোকা লালন সঙ নাচায়॥