১১

যেতে সাধ হয়রে কাশী কর্ম-ফাঁসি বাধে গলায়।
আমি আর কতদিন ঘুরবো এমন নাগর-দোলায়॥
হলো রে একি দশা সর্বনাশা মনের ভোলায়।
ডুবলে ডিঙ্গে নিশ্চয় বুঝি জন্মশালায়[১]
বিধাতা দেয় বাজি কিবা মন পাজী
হয়ে ফেরে ফেলায়।
বাওনা বুঝে বাই তরণী ক্রমে তলায়॥
কলুর বলদ যেমন তাকে[২] নয়ন পাকে চালায়।
অধীন লালন প’লো তেমনি পাকে হেলায় হেলায়॥

  1. জন্মনালায়
  2. ঢাকে