লালন-গীতিকা/১১১
১১১
চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়।
সে যোগের উদ্দীপন যে জানে, সে-ই সে মহাশয়॥
চাঁদ রাহু চাঁদেরি গ্রহণ,
সে বড় করণ কারণ
বেদ পড়ে তার ভেদ-নিরূপণ
ও তুই পাবিরে কোথায়॥
উভয় যেন বিমুখ থাকে,
মাস-অন্তে সুদৃষ্টি দেখে,
মহাযোগ তার গ্রহণ-যোগে
বলতে লাগে ভয়॥
ও সে কখন রাহু-রূপ ধরে
কোন চাঁদে কোন চাঁদ ঘেরে,
লালন বলে, স্বরূপ-দ্বারে
লীলে[১] জানা যায়॥
- ↑ জানলে