১৫

সে কথা কি ক’বার কথা জানিতে হয় ভাবাবেশে[]
অমাবস্যা পূর্ণিমা[] সে[] পূর্ণিমা[] সে[] অমাবস্যে॥

অমাবস্যায় পূর্ণিমা যোগ
আজব-সম্ভব সম্ভোগ
জানলে খণ্ডে এ ভব-রোগ
গতি হয় অখণ্ড দেশে॥
রবি শশী রয়[] বিমুখা[]
মাস অন্তে হয় একদিন দেখা
সেই যোগের যোগে লেখাজোখা
সাধলে সিদ্ধি হয় অনায়াসে॥
দিবাকর নিশাকর সদাই[]
উভয় অঙ্গে উভয় লুকায়
ইসারাতে সিরাজ সাঁই কয়,
লালনরে[] তোর[] হয় না দিশে॥

  1. ভাবাদেশে
  2. ২.০ ২.১ পূর্ণশশী
  3. ৩.০ ৩.১ পূর্ণিমাতে
  4. ৪.০ ৪.১ রয় বেমুখা
  5. সদায়
  6. ৬.০ ৬.১ লালন ভেড়ের