লালন-গীতিকা/১৫১
১৫১
করেছে কি শোভা সাঁই রঙমহলে।
অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায় গো ভুলে॥
জলের মধ্যে কলের কোঠা,
সপ্ততোলা আয়না আঁটা
তার ভিতরে রূপের ছটা,
মেঘে যেমন বিজরি খেলে॥
লাল জরদ আর ছনিমণি,
বেড়ে সে রূপের কণি,
দেখতে শোভা যায় অমনি
তারার মালা চাঁদের গলে॥
অনুরাগে যার বাঁধা হৃদয়
তারই সে রূপ চক্ষে উদয়
এড়াইবে শমন দায়
লালন ম'ল অবহেলে॥