লালন-গীতিকা/১৫৯
১৫৯
যদি ফানার ফিকির জানা যায়।
খোদরূপ ফানা ক’রে খোদে খোদা হয়॥
খোদা-রূপ খোদ করে ধারণ
অকৈতব সে করণ কারণ,
আই থাকিতে হইলে মরণ
ফানার যোগ্য করণ তাইরি কয়॥
একে একে জেনে চেনা
চার রূপ করিতে হয় ফানা
একরূপে করে ভাবনা
এড়াইবে সেই শমন-দায়॥
না জানিলে ফানার করণি,
করণ তার ঐ মিথ্যা জানি,
সিরাজ সাঁই কয়, অর্থ বাণী
দেখরে লালন মজে মুরশিদের পায়