লালন-গীতিকা/১৬১
১৬১
করি কেমন[১] শুদ্ধ সহজ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফাঁপরে ওঠে কামনদীর তুফান॥
প্রেমরত্নধন পাবার[২] আশে
ত্রিবেণীর[৩] ঘাট বাঁধিলাম কসে
কামনদীর এক ধাক্কা এসে
যায় বাঁধন ছাঁদন॥
বলবো কি সেই প্রেমের কথা
কাম হ'লো সেই প্রেমের লতা[৪]
কাম ছাড়া প্রেম যথাতথা
নাইরে আগমন॥
পরমগুরু প্রেমপীরিতি
কামগুরু হয় নিজ পতি
কাম ছাড়া প্রেম পায় কি গতি
তাই ভাবে লালন॥