চারিটি চন্দ্র ভাবের ভুবনে।
ও তার দুটি চন্দ্র প্রকাশ্য হয় তাই জানে অনেক জনে॥ যে জানে সে চন্দ্র-ভেদ কথা বলবো তার কি ক্ষমতা,
ও সে চাঁদ ধরে পায় চাঁদ অন্বেষণ, যে চাঁদ কেউ না পায় গুণে॥ একচন্দ্রে চারচন্দ্র মিশে রয়, ক্ষণেক ক্ষণেক বিভিন্ন রূপ হয়, ও সে মণির কোঠায় খবর জানগে, সকল খবর সেই জানে॥ ধরতে চায় মূল চন্দ্র কোন্ জন, গরল চন্দ্র করো নিরূপণ,[১] সিরাজ[২] সাঁই কয়, দেখরে লালন বিষামৃত মিলনে॥