লালন-গীতিকা/১৮৬
১৮৬
বিনে মেঘে বরষে বারি।
শুদ্ধ রসিক হলে মর্ম জানে তারি॥
ও তার নাই সকাল বিকাল
নাহি তার কালাকাল
অবধারি॥
মেঘ মেঘেতে সৃষ্টির কারবার
তারাও সকল ইন্দ্র রাজার
আজ্ঞা কারী॥
নীরসে সুরস ঝোরে
সবাই কি তা জানতে পারে
সাইর কারিগুরি।
ও তার একবিন্দু পরশে
সে জীব অনায়াসে
হয় অমরি॥
ব্রহ্মাণ্ডের জীবন বারি
হতে শাপ বিমোচন
হয় সবারি॥
দরবেশ সিরাজ সাঁই কয়,
লালন চিনে তার মহাজন
থাক নেহারি॥