১৯৯

মন, তোরে আজ ধরতে পারতাম হাতে।
দেখতাম হারে মন কি মনা করে সদায় আলসে মাতে॥
ও মন সদায় বল আর ভুলবো না
তিলেক তা ঠিক থাকে না,
দুষ্ট লালসা দোষে মনা
মজালি আমারে নানান মতে॥
কি কব বেহাত আমার,
নইলে কি মন এ তাল তোমার,
আমি পাইনে গুনে তালের শুমার,
কোন্‌ তালে আমায় নাচাও কোন্‌ পথে॥
ক্রমে তনু পল ভাটি,
আর কবে মন হবা খাঁটি
লালন বলে, নারদ-কাঠি
বাজলে অমনি নেচে ওঠ তাতে॥