২০৮

একি আইন নবী কল্লেন জারি।
পাছে মারা যাই, আইন সাধ ভাসা তারি॥
শরীয়ত আর মারফত আদায়
নবীর আইন এই দুই হুকুম সদায়
নবুওত মারফত[১]
জানতে হয় রে গভীরি॥
নবুওতে অদেখা ধেয়ান আছে
বেলায়েতে রূপের নিশান
নজর এক দিক যায় আর দিক আন্ধার হয়
দুইরূপ কিরূপে ঠিক করি॥
শরাকে সরপোষ লেখা যায়,
বস্তু-মারফত সে ঢাকা আছে তায়
সরপোষ তুলে দিয়ে ফেলে
লালন বস্তু-ভিখিরী॥

  1. বেলাওত