২১৭

মেরে সাঁইর কুদরতি তা কেউ বুঝতে পারে।
আপনি রাজা আপনি প্রজা ভবের পরে॥
আহাদ রূপ লুকায় আহাদি আহামদি রূপ ধরে।
এ মর্ম না জেনে বান্দা পড়বি ফেরে॥
বাজিকর পুতলো নাচায় কথা কওয়ায় আপনি তারে।
জীব-দেহ সাঁই লীলায় ফেরায় সেই প্রকারে॥
আপনারে চিনবে যে জন পশবে সে জন ভেদের ঘরে।
সিরাজ সাঁই কয়, লালন কি আর বেড়াও ঘুরে[১]

  1. ধুড়ে