২২১

কে তোমায় এ বেশ-ভূষণে সাজাইল বল শুনি।
জেন্দা দেহে মরন্দারো বেশ বোরকা তাজ আর ডোর-কোপিনী
জেন্দা মরার পোশাক পরা,
আপন সরছাদ আপনি সারা,
ভবো ডঙ্কারা
দেখে অসদ্ভাব করণি॥
মরণের আগে মরে।
ছোঁবেনা তারে
শুনেছি সাধুর দ্বারে
তাই বুঝি করেছ ধনি॥
সেজেছ সাজ ভালই তোর
ম’রে যদি ডুবতে পারো
লালন বলে, যদি ফেরো
দুকূল হবে অপমানি॥