লালন-গীতিকা/২৫৪
২৫৪
(মনরে) আত্মতত্ত্ব না জানিলে
সাধন[১] হবে না পড়বি রে গোলে
আগে জান্গে কালুল্লা
আনাল হক্ আল্লা
যারে মানুষ বলে॥
প'ড়ে ভূত মন আর হস্নে বারংবার
একবার দেখ্নারে প্রেম-নয়ন খুলে।
আপনি সাঁই ফকির আপনা হয় ফিকির
ও সে লীলেছলে আপনারে আপনি ভুলে
আপনি ভাসে আপন প্রেম-জলে॥
লায়লাহা তন ইল্লেল্লা জীবন
আছে প্রেম যুগলে॥
[২][যাবি মন কোথায়
আপনারে আজ আপনি ভুলে॥][২]
সেই আমি কি আমি
তাই জানিলে যায় দুর্নামি
লালন কয়, তবে কি ভ্রমি
তব কুপায়॥