২৫৬

মুরশিদের মহৎ গুণ নে না বুঝে।
যারো কদম বিনে ধরম করম মিছে॥
যত সব কালমা কালাম
ধুড়িলে মিলে তামাম কারণ কি যে।
তবে কেন পড়া ফাজিল
মুরশিদ ভজে॥
মুরশিদ যার আছে নেহার
ধরিতে পারে অধর
সেই অনায়াসে।
মুরশিদ খোদা ভাববে জুদা
পড়বি পেচে॥
আলাদা কভু কি ভেদ
কিবা সেই ভেদি মুরশিদ
জগৎ-মাঝে।
সিরাজ সাঁই কয়, দেখ্‌ রে লালন
আক্কেল খুঁজে॥