২৮

আমার হয় না রে সে মনের মতন[১] মন।
আমি জানবো কি সে রাগের করণ॥
পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে
মন বেড়ায় রে ডালে ডালে

এবার দুইমনে একমন হলে
এড়াই শমন॥
রসিক ভকত[২] যারা
মনে মন মিশাল তারা,
এবার সাধন[৩] করে তিনটি ধারা
পেলো বরণ[৪]
কিসে হবে নাগিনী বশ,
সাধবো কবে অমৃত-রস,
দরবেশ সিরাজ সাঁই কয়, বিষেতে নাশ
হলি লালন॥

  1. মত
  2. ভক্ত
  3. শাসন
  4. রতন