২৮৪

তরীকতে দাখিল হ’লে সকল জানা যায়।
কেন রে মন কোলের ঘোরে ঘোরে ডানে বাঁয়
আব্বলে বিসমিল্লা ব্যক্ত
মূল বটে তার তিনটি অর্থ
আগমে বলেছে সত্য
ডুবে জানতে হয়॥
নবী আদম খোদ বা খোদা
এ তিন কভু নহেক জুদা

আদমকে করিলে ছেজদা
সালেক জনে পায়॥
যথা সালেক মকাম বাড়ি
সফিউল্লা তাহার সিঁড়ি
লালন বলে, মনের বেড়ি
লাগাও তার পায়॥