২৮৭

খাকি আদমের ভেদ সে ভেদ পশু কি বোঝে।
আদম কালেবে খোদে খোদা বিরাজে॥
আদম শরীর আমার ভাষায়
বলেছেন অধর সাঁই নিজে।
নইলে কি আদম কে ছেজদা
ফেরেস্তায় সাজে॥
শুনি আজাজীল খাস তন
খাকে আদম তন গঠেছে।
আবার সেই আজাজীল শয়তান হ’লো
আদম না ভজে॥

আব খাক আতস বাদে ঘর গঠন
জান মালেক কোন্‌ চিজে।
লালন বলে, এ ভেদ জানলে
সব জানে সে যে॥