২৯৬

ধড়ে কোথায় মক্কা মদীনে চেয়ে দেখ নয়নে[]
ধড়ের খবর না জানলে ঘোর যাবে না কোনদিনে

ওহাদানিয়েৎ-এর রাহা
ভুল যদি মন কর তাহা
হুজুর যেতে পথ পাব না
ঘুরবি কত ভুলে[]
উপর-ওয়ালা সদর বাড়ি
অচিন দেশে তার কাছারি
সদায় করে হুকুম জারী
মক্কায় বসে নির্জনে॥
চারি রাহার[] চারি মকবুল
ওহাদানিয়েতে রছুল,
সিরাজ সাঁই কয়, না জেনে উল
লালন তুই ঘুরিস কেনে॥

  1. নজরে
  2. ভুবনে
  3. রাহে