২৯৮

সে যারে বোঝায়, সেই বোঝে।
মকরউল্লার মকর বুঝা সাধ্য কার আছে॥
যথা কাল্লা তথা আল্লা
এমনি রে সে মকরউল্লা,
অবোধেরা মকর হীলা
তাই সদাই খোঁজে
এরফানি কেতাবেরে ভাই
হরফ নূক্তা[১]তার কিছুই নাই,
তাই ধুড়িলে খোদাকে পাই
খোদেই বলেছে॥
এলেম[২] লাদুন্নি[২] হয় যার
সর্ব ভেদে মালুম তার,
লালন কয়, ছটাকে-মোল্লার
দড়বড়ি মিছে॥

  1. নওয়া
  2. ২.০ ২.১ এলোমেলো কুল