লালন-গীতিকা/৩০৭
৩০৭
কানাই, কার ভাবে তোর এ ভাব দেখি রে।
ব্রজের সে ভাব তো দেখি নে রে॥
পরণে ছিল পীতধড়া,
মাথায় ছিল মোহন চূড়া
করে বাঁশী রে।
আজ দেখি তোমার করোয়া কৌপীন,
আর ব্রজের সে ভাব
কোথায় রাখলি রে॥
দাস-দাসী ত্যজিয়ে কানাই
একা একা ফিরছো রে ভাই
কাঙ্গাল বেশ ধরে ভিখারী হলি
কেন্তা সার করলি কিসের অভাবে রে।
ব্রজবাসীর হ'য়ে নিদয়
আসিয়ে ভাই এই নদীয়ায়
কি সুখ পেলি রে।
লালন বলে আর
কার বা রাজ্য কার,
সব দেখি আজ মিছে রে॥