লালন-গীতিকা/৩৯৩
৩৯৩
কি হবে আমারো গতি।
কতই জেনে কতই শুনে ঠিক পড়ে না কোন্ প্রীতি॥
মুচির কেটোয় গঙ্গা র’লো
কলার ডগা সর্প হ’লো
সকলি ভক্তির বলো
আমার নাই কোন বল-শক্তি॥
যাত্রা-ভঙ্গ যার সনে
সে হি বনের হনুমানে
নিষ্ঠাগুণ রাম-চরণে
সাধুর খাতায় তার শুক-খ্যাতি॥
মেঘপানে চাতকের বিধান
অন্য জল সে করে না পান
লালন কয়, জগতে প্রমাণ
ভক্তির জ্যেষ্ঠ সেহি ভক্তি॥