লালন-গীতিকা/৩৯৬
৩৯৬
কুলের বৌ ছিলাম বাড়ি, হ’লাম নাড়ি নাড়ার সাথে।
কুলের আচার কুলের বিচার আর কি ভুলি সেই ভোলাতে॥
ভাবের নাড়ি ভাবের নাড়া
দলনা সালাম জগতজোড়া
করণ তার উল্টা দাড়া
বিধির কাড়া কাটবে যাতে॥
হয়েছি নাড়ার নাড়ি
পরনে পরেছি ধড়ি
দিব না আচাই কড়ি
বেড়াবো চৈতন্য-পথে॥
আসতে নাড়া যেতে নাড়া
এ কেবল ঘোড়া জোড়া
লালন কয়, আগাগোড়া
জানি এ মাথা হয় ঘুরাতে।