৩৯৮

ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন।
কিসে চিনবি রে মানুষ-রতন॥
আপন খবর নাই আপনারে
বেড়াও পরের খবর করে
মন রে, আপনারে চিনিলে পরে
পরকে চেনা যায় তখন॥

ছিলি কোথা, এলি কোথা
স্মরণ কিছু হ’লনা তা
মন রে, কি বুঝে মুড়ালি মাথা
পথের নাহি অন্য জন॥
যার সাথে এই দেশে এলি
তারে আজ কোথায় হারালি
দরবেশ সিরাজ সাঁই কয়, পেট সাকালি
তাই লয়ে পাগল লালন॥