লালন-গীতিকা/৪০০
৪০০
এলাহি আলামিন আল্লা বাদশা আলম পানা তুমি।
ডুবায়ে ভাসাইতে পারো
ভাসায়ে কেনার দেও কারো
যা ক’বো সে ইহাও তোমারো—
তাইতে তোমায় ডাকি আমি॥
নুহু নামে এক নবীরে
ভাসালে বিষম পাথারে,
আবার তারে মেহের ক'রে
আপনি লাগালে কিনারে,
জাহের আছে ত্রিসংসারে;
আমায় দয়া করে স্বামী॥
নেজাম নামে বাটপাড় সে ত
পাপেতে ডুবিয়ে রইত,
তার মনে সুমতি দিলে
দুর্মতি তার গেল চলে
আউলে নাম খাতায় লিখালে
জানা গেল এর হমি॥
নবী না মানিল যারা
মত্তাহেদ কাফের তারা
সেই মত্তাহেদ দায়মাল হবে,
বিনা হিসাবে দোজকে যাবে,
আবার তারে খালাস দিবে
জানা গেল এর হমি।
লালন কয়, মোর
কি হয় জানি॥