লালন-গীতিকা/৪০২
৪০২
পার করো দয়াল, আমায় কেশে ধরে।
পড়েছি এবার আমি ঘোর সাগরে॥
মন-তরী ছয়জন সদায়
অবশেষে কুকাণ্ড বাধায়
ডুবালো ঘাটায় ঘাটায়
আজ আমারে॥
ভব-তরঙ্গেতে আমি
ডুবে হ’লাম পাতালগামী,
অপারের কাণ্ডারী তুমি
লও কিনারে॥
আমি কার, কেবা আমার
বুঝে বুঝলাম না এবার;
অসারকে ভাবিয়ে সার
প’লাম ফেরে॥
হারিয়ে সকল উপায়
শেষে তোর দিলাম দোহাই
লালন কয়, দয়াল নাম সাঁই
জানবো ত'রে॥