লালন-গীতিকা/৪২৫
৪২৫
মন আমার, কি ছার গৌরব ক'রছো ভবে।
দেখনা রে সব হাওয়ার খেলা
বন্ধ হইতে দেরী কি হবে॥
থেকতে হাওয়া হাওয়া-খানা
মওলা ব'লে ডাক রসনা
মহাকাল বসেছে রানায়
কখন জানি কু ঘটাবে॥
বন্ধ হইলে এ হাওয়াটি
মাটির দেহ হবে মাটি
দেখে শুনে হওনা খাঁটি
কে তোরে কতই বুঝাবে॥
ভবে আসার অগ্রে তখন
বলেছিলে করবো সাধন
লালন বলে, সে কথা মন
ভুলেছো এই ভবের লোভে॥