লালন-গীতিকা/৪২৭
৪২৭
কাল কাটালি কালের বশে।
এবার যৈবোন কাল কামে চিত্ত কাল
মন রে, কোন্ কালে আর হবে দিশে॥
যৈবোন কালের কালে রঙ্গে দিলি মন
দিনের দিন হারালি পিতৃধন
গেল রবির জোর, আঁখি হ’লো ঘোর
কোনদিন ঘিরবে মহাকাল এসে॥
যাদের সঙ্গে রঙ্গে র’লি চিরকাল
কালাকালে তারাই হবে কাল
মন রে, জান না কার কি গুণপনা
ধনীর ধন গেল সব রিপুর বশে॥
বাদী ভেদী বিবাদী সদায়
সাধন সিদ্ধি করিতে না দেয়
লাটের গুরু হয় নালোষ মহাশয়
ডুরি দেও রে লালন লালসা-রসে॥