৫২

আজব আয়না মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁইজী মেরে॥
পূর্বদিকে রতন বেদী
তার উপরে খেলছে জ্যোতি
তারে যে দেখেছে ভাগ্যগতি
সে জন সচেতন সব খবরে
জলের ভিতরে শুক্‌নো জমি
আঠার মোকামে তাই কায়েমী

নিঃশব্দে[১] শব্দের[১] উদ্‌গামী
যা[২] যা সে মোকামেরে[২] জানগে যারে॥
মণিপুরের হাটে মনোহারী কল
তেহাটা ত্রিবেণী তাহে বাঁকা নাল
মাকড়ার আশে বন্দী যে জল
লালন বলে সন্ধি বুঝবে ফেরে॥

  1. ১.০ ১.১ নি-স্বাদে স্বাদের
  2. ২.০ ২.১ সে মোকামের খবর