লালন-গীতিকা/৫৫
৫৫
আপন মনের গুণে সকলই হয়।
পিড়ে নেয় পেড়োর খবর, কেউ দূরে যায়।
জাতিতে জোলা ফকির
উড়িষ্যায় তাহার জাহির
বার দেশ জুড়ে তাহার
তুড়ানি যায়॥
রামদাস রাম বলে
জাতিতে মুচির ছেলে
গঙ্গা তাকে নিল কোলে
চামড়ার ঠোটায়।
আপন মনোগুণে
বনে কেউ বাঁধে কুঁড়ে
লালন কয়, রিপু ছেড়ে
কেলি কোথায়।