৬০

কোথা আছেরে সেই দীন দরদী সাঁই।
চেতন-গুরুর সঙ্গ ধরে[] খবর করো ভাই॥

চক্ষু অন্ধ দেলের ধোঁকায়।
যেমন কেশের আড়ে পাহাড় লুকায়
কি রঙ্গ সাঁই দেখছে সদাই
বসে নিগুম ঠাই॥
[জ্যান্তে যদি না দেখিবে
আর কোথা কিরূপে পাবে
ম'লে গুরু-প্রাপ্ত হবে
কিসে বুঝি তাই॥][]
এখানে না দেখি[] যারে
চিনবো তখন[] কেমন ক'রে
ভাগ্যগতি আখেরে তারে
দেখতে যদি পাই॥
সমঝে[] ভজন সাধন করো
নিকটে ধন পেতে পার,
লালন কয়, নিজ মোকাম ধরো
বহু দূরে নাই॥

  1. লয়ে
  2. রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার অতিরিক্ত পাঠ
  3. দেখলাম
  4. তারে
  5. ঠাউরে