৬৫

যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে॥
যে[] পথে আছে সদায়
বিষম কালনাগিনীর ভয়
যদি কেউ আজগবি যায়
ওমনি উঠে ছোঁ মারে।
পলক ভ’রে বিষ ধেয়ে তার উঠে ব্রহ্মরন্ধে রে॥

যে জানে উল্টো মন্তর[]
খাটিয়ে সেহি তন্তর[]
গুরু-রূপ করে নজর
বিষ ধ’রে সাধন[] করে।
ও তার করণ রীতি সাঁই দরদী
দরশন দিবে তারে॥
সেই[] সে অধর ধরা
যদি কেউ[] চাহে তারা
চৈতন্য গুণীন্‌ যারা
গুণ শেখে তাদের দ্বারে।
সামান্যে কি পারবে যেতে
সেই কূপ-কাপের ভিতরে॥
ভয় পেয়ে জন্মাবধি
সে পথে না যায় যদি
হবে না সাধন সিদ্ধি
তাও শুনে মন ঝরে।
অধীন লালন বলে, যা করে সাঁই
থাকতে হয় সেই পথ ধরে॥

  1. সে
  2. উলট মন্ত্র
  3. তন্ত্র
  4. ভজন
  5. সেহি
  6. কেহ