৬৮

আমারে কি রাখবেন গুরু চরণদাসী।
ইতরপানা কার্য আমার অহনিশি॥
জঠর যন্ত্রণা পেয়ে
এলাম যে কড়ার দিয়ে,
রৈলাম তা সকল ভুলিয়ে
এই ভবে আসি॥
গুরুবস্তু চিনলে না মন
অসময়ে কি করবি তখন[১]
ঘুরতে বুঝি হ’লোরে মন
চৌরাশী॥

গুরু যারে থাকে সদয়
শমন বলে তার কিসের ভয়
লালন বলে, মন তুই আমায়
করলি দুষী॥

  1. চিনলাম না সে গুরু কি ধন
    জেনলাম না তার সেবা সাধন