লেখক:রাজকৃষ্ণ মুখোপাধ্যায়
←লেখক নির্ঘণ্ট: র | রাজকৃষ্ণ মুখোপাধ্যায় (১৮৪৫–১৮৮৬) |
প্রাবন্ধিক। পশ্চিমবঙ্গের নদীয়ার গোস্বামী দুর্গাপুর গ্রামে তাঁর জন্ম। পিতা আনন্দচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন নীল কারখানার দেওয়ান। তিনি কৃষ্ণনগর কলেজ থেকে এন্ট্রান্স ও এফএ এবং ১৮৬৬ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে দর্শনশাস্ত্রে এমএ (১৮৬৭) এবং আইনশাস্ত্রে বিএল (১৮৬৮) পরীক্ষায়ও তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দেন।রাজকৃষ্ণ কলকাতা জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন, প্রেসিডেন্সি কলেজ, কটক ল কলেজ ও বহরমপুর কলেজে অধ্যাপনা করেন। ১৮৭৯-৮৬ পর্যন্ত তিনি গভর্নমেন্টের বাংলা অনুবাদকের কাজে নিযুক্ত ছিলেন। তিনি বহরমপুর ও কলকাতা বারে কিছুদিন ওকালতিও করেন। রাজকৃষ্ণ ১৮৭৬ সালে ভারতবর্ষীয় বিজ্ঞান সভার পরিচালক সমিতির সদস্য এবং ১৮৮২ সালে পাঠ্যপুস্তক নির্বাচন সমিতির সদস্য ছিলেন। তিনি কলকাতার এশিয়াটিক সোসাইটিরও সদস্য ছিলেন। ফারসি, উর্দু, ওড়িয়া, সংস্কৃত, জার্মান, ফরাসি, ল্যাটিন ও পালি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তবে তাঁর অধিকাংশ লেখাই ছিল বাংলায়। ভূদেব মুখোপাধ্যায়ের এডুকেশন গেজেট ও বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনে তাঁর অনেক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়। বাংলা গদ্য ও পদ্যে তাঁর যথেষ্ট পারঙ্গমতা ছিল। তাঁর ‘ভারতমাতা’ কবিতা ও ‘ভারতমহিমা’ প্রবন্ধে জাতীয়তাবোধের পরিচয় পাওয়া যায়। ১৮৮৫ সালে প্রকাশিত তাঁর নানা প্রবন্ধ গ্রন্থে ইতিহাস, দর্শন ও সমাজবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলিত হয়েছে। |
![]() ![]() |
বাঙালি লেখক | |
মিডিয়া আপলোড করুন | |
![]() ![]() | |
জন্ম তারিখ | ৩১ অক্টোবর ১৮৪৫ |
---|---|
মৃত্যু তারিখ | ১০ অক্টোবর ১৮৮৬ |
নাগরিকত্ব |
|
শিক্ষালাভ করেছেন |
|
পেশা |
|
নিয়োগকর্তা |
|
মাতৃভাষা |
|
লেখার ভাষা |
|
![]() |
সাহিত্য কর্মসম্পাদনা
- বাঙলার ইতিহাস
- যৌবনোদ্যান (১৮৬৮),
- মিত্রবিলাপ ও অন্যান্য কবিতাবলী (১৮৬৯) • •
- রাজবালা (১৮৭০),
- কাব্যকলাপ (১৮৭০),
- প্রথম শিক্ষা বাংলা ব্যাকরণ (১৮৭২),
- প্রথম শিক্ষা বাংলার ইতিহাস (১৮৭৪)
- প্রথম শিক্ষা বাংলার ইতিহাস
- কবিতামালা (১৮৭৭)
- নানা প্রবন্ধ (১৮৮৫)
- মেঘদূত
এই লেখকের লেখাগুলি ১লা জানুয়ারি ১৯২৭ সালের পূর্বে প্রকাশিত রচনাসমূহ এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে । লেখকের মৃত্যুর পরে প্রকাশিত লেখা, অনুবাদ এবং সম্পাদনাসমূহ কপিরাইটের অন্তর্ভুক্ত থাকতে পারে। মরণোত্তর লেখাগুলি নির্দিষ্ট কিছু দেশে বা প্রকাশিত দেশে কত বছর পূর্বে প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে কপিরাইট থাকতে পারে।