লেখক:সত্যকিঙ্কর সাহানা
←লেখক নির্ঘণ্ট: স | সত্যকিঙ্কর সাহানা (১৮৭৪–১৯৬০) |
সত্যকিস্কর সাহানা, বিদ্যাবিনোদ, রায়বাহাদুর (৫.৫.১৮৭৪ - ৭:১০-১৯৬০) শুড়িপুক্করিণী,বাকুড়া। গিরিডি এন্ট্রান্স স্কুলের (বিহার) ছাত্র হিসাবে ১৮৯১ শ্রী. বর্ধমান কেন্দ্র থেকে এন্ট্রাস, ১৮৯৪ শ্রী: এফ'এ" এবং ১৮৯৮ শ্রী: বি.এ পাশ করেন। ১৯১৭ শ্রী: তিনি ধাকুড়ায় বাস করতে থাকেন। নানা জনহিতকর প্রতিষ্ঠানে যোগ দেন। সমাজসেবার সঙ্গে সঙ্গে তিনি বাঙ্গালীদের মধ্যে প্রথম চাউলের কল-শ্রীধর রাইস মিল' প্রতিষ্ঠা করেন। বাকুড়া শহরে নিজ গৃহসংলগ্ন ৮০/৯০ বিঘা অনুর্বর কাকরময় ভূমিতে কৃপ ও পুষ্করিণী খনন করে নানাজাতীয় ফুল ও সবজি বাগান করেন এবং বাকুড়া-রানীগঞ্জ রাস্তার ধারে কয়েক শত বিঘা জঙ্গল ক্রয় করে সেখানে একটি আদর্শ কৃষিশালা খোলেন। অনারারি ম্যাজিস্ট্রেট এবং বিষ্ণ্পুর থেকে নির্বাচিত বঙ্গীয় ব্যবস্থা পরিষদের সদস্য ছিলেন। “হিতবাদী', “সঞ্জীবনী', “সাহিত্য, 'প্রবাসী', ভারতবর্ষ ও “বসুমতী' পত্রিকায় তার বহু কবিতা প্রকাশিত হয়। রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: “চণ্ডীদাস প্রসঙ্গ, 'শকুস্তলা প্রসঙ্গ, “মহাভারতে অনুশীলনতত্ব' প্রভৃতি । |
![]() ![]() |
মিডিয়া আপলোড করুন | |
![]() | |
জন্ম তারিখ | ৫ মে ১৮৭৪ |
---|---|
মৃত্যু তারিখ | ৭ অক্টোবর ১৯৬০ |
নাগরিকত্ব |
|
পেশা |
|
মাতৃভাষা |
|
লেখার ভাষা |
|
![]() |
সাহিত্যকর্মসম্পাদনা
- চণ্ডীদাস প্রসঙ্গ
- শকুস্তলা প্রসঙ্গ
- মহাভারতে অনুশীলনতত্ব
এই লেখকের আংশিক বা সব রচনাগুলি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২১ সালে, ১ জানুয়ারি ১৯৬১ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।