শান্তির স্বপক্ষে/অমল হাসির ফুল ফোটানো
(পৃ. ১৭)
অমল হাসির ফুল ফোটানো
ঘর ছাপিয়ে উপচে পড়ে কলহাস্য
ঘরের ভিতর নিকষ কালো অন্ধকারে—
কারা হাসে? বাইরে থেকে যায়না দেখা
কজন তারা? গেরস্থালী কেমন তাদের?
নিতান্ত সে আষ্টপৌরে ঘরকন্যা
খোড়োচালের সামান্য ঘর, মাটির দেয়াল,
ভাঙাচোরা বাসন-কোসন জড়ো করা—
মাটির দাওয়ায়, কূয়োতলায় বালতি দড়ি।
চাঁদের আলোয় বাইরে থেকে দাঁড়িয়ে দেখি
নিতান্ত এই আষ্টপৌরে ঘর ছাপিয়ে
সব দুঃখের বেড়া ভেঙে উপচে পড়ে
অমল সুখের ফুল ফোটানোর বিমল হাসি!