শান্তির স্বপক্ষে/আজকে কেবল
(পৃ. ১১)
আজকে কেবল
তোমার হাতে ঢাল তলোয়ার
আমার হাতে সদ্য ফোটা চাঁপা
এই মুহূর্তে যুদ্ধ চাইলে
করজোড়ে চাইব কেবল কৃপা।
বলব, সময় অনেক আছে
আজকে দোহাই, সংগ্রাম থাক প্রিয়!
আর কোনোদিন হবে সে সব
আজকে কেবল চাঁপার গন্ধ নিও।