কাল যদি—

কাল যদি শেষ হয় আয়ু
শোধ করে যাই সব দেনা
কাল যদি নাই দেখা হয়
দেখে নিই যত মুখ চেনা

কাল যদি এই ভাঙা ঘর
একেবারে ভেঙে শেষ হয়
একবার এসো আজ ঘরে
আর যদি আসা নাই হয়?

যদি কাল এই নাটকের
পালা হয় শেষ রজনীর,
আজ তবে সন্ধ্যায় হোক
শেষ দেখা বধূ-সজনীর।