(খটভৈরবী, একতালা)

[শ্রীকৃষ্ণের প্রতি অৰ্জ্জুনের প্রশ্ন]

হে অনন্ত অনাদি কান্ত, হরি হে অন্ত তব কে জানে,
কত তন্ত্র মন্ত্র ভ্রান্ত, ভাবেন ভবানীকান্ত ধ্যানে।
কেন বা সৃজন, কোন্‌ প্রয়োজন, কেন আয়োজন পালনে
কেন বা নিধন করিছ সাধন বংশীবদন কে জানে;
(হরি) কেন বা জীবের জনম মরণ,
গমনাগমন কেন অকারণ,
বল বিবরণ ও কালবরণ কাতরে করুণা দানে॥
চাহি এ ভিক্ষা, দেহি মে শিক্ষা, বিপদে রক্ষা কর নাথ,
লইনু দাস্য, হইনু শিষ্য, তারো হরি করি কৃপাপাত;
সাধি হে সতত, সময় অতীত, বিপদে পড়িয়ে শ্রীপদে পতিত,
(তুমি) পতিত পাবন, পুরাণে কথিত, সরোজ ব্যথিত প্রাণে। ১০॥