শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/১২
(পৃ. ৮)
(হাম্বীর-খাম্বাজ মিশ্র, একতালা।)
জয় শ্রীরাধে শ্রীগোবিন্দ; যুগল সাজে সদা বিরাজ বৃন্দাবন-আনন্দ।
রাই স্বরণ-বরণ তড়িত, শ্যাম সজল জলদে জড়িত
সুচারু বসন ভূষণ ভূষিত ঈষৎ হসিত ঠাম,—
আধা আধা মাধব রাধা কিশোরী কিশোর শ্যাম,—
জয় বৃকভানু-নন্দিনী জগবন্দন শ্রীমুকুন্দ॥
অধরে অধর মধুর রঙ্গ, নয়নে নয়ন অঙ্গে অঙ্গ,
প্রেম-তরঙ্গে রাই ত্রিভঙ্গ হানে অনঙ্গ-বাণ,—
অন্তে ভ্রান্ত জনে শ্রীকান্ত ক’রো একান্ত দান
যুগল বেশে জীবন-শেষে সরোজ পদারবিন্দ। ১২॥