(ঝিঁঝিঁট, কাওয়ালি)

শ্যামা মা তোর পদে কি আছে?
হৃদে রেখে পঞ্চানন (কেন) পাগল হয়েছে?
ছাড়িয়ে মস্তকদেশ, (কেন) শ্রীপদ লুটায় কেশ,
গগন ছেড়ে কত শশী, (পদনখে আসি) প্রকাশ পেয়েছে॥
ছাড়িয়ে কবরীশোভা, (কেন) শ্রীপদে পড়িয়ে জবা,
কোটি ভানু কোথা হ’তে, (ও শ্রীপদ) উদয় হয়েছে॥
ছাড়িয়ে মানস-হ্রদে, (কেন) শতদল ফুটেছে পদে,
নূপুরের ছলে মরাল ঝঙ্কার দিতেছে॥
সাধে কি পদ ভালবাসি, (যাহে) সদাশিব সদা উদাসী,
ছেড়ে কৈলাস বারাণসী, (ও শিব পদে আসি) প’ড়ে রয়েছে। ১৮॥