শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/২৭
(পৃ. ১৫-১৬)
(ভৈরবী, জৎ)
[স্বৰ্গীয়া সহধর্ম্মিণীর উদ্দেশে]
কোথা গেছ কেমন আছ, ভুলেছ কি মনে আছে,
কি করিব কোথা যাব, দাঁড়াব আর কার কাছে।
অন্নপূর্ণা হয়ে এলে, অন্নদানে বাঁচাইলে,
নামেতে গৃহিণী ছিলে, কামে কিন্তু চেনা গেছে॥
(আমায়) নিতান্ত নির্ব্বোধ পেয়ে, দেখ্ছ মজা সাজা দিয়ে,
রঙ্গময়ী তুমি মেয়ে, (এবার) রঙ্গ কি সাঙ্গ হয়েছে॥
কত সাজে সাজা দিলে, সম্বরো ও সব লীলে,
(একবার) শম্ভু-হৃদে পদ তুলে, স্বরূপটি দেখাও সরোজে।২৭॥