শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/৮
(পৃ. ৫-৬)
(খটভৈরবী, একতালা।)
[শ্রীকৃষ্ণের মথুরাযাত্রা দৰ্শনে শ্রীরাধিকার গমন]
থির দামিনী সুর-ভামিনী সম যামিনী-অবসানে,
ব্রজকামিনী গজগামিনী যায় গুণমণি-দরশনে।
আধ কলেবরে বসনে আবরে, আধ সুধু উলঙ্গিনী,
আধ-মুক্ত কেশযুক্ত, আধ বেণী ভুজঙ্গিনী,
আধ আঁখিতে উজলে কাজল, আধ অশ্রু জলেতে ভিজিল,
(ধনি) আধ জীবন আধ মরণ পরাণ-বঁধূ-অদৰ্শনে॥
আধ চুচুকে কাঁচুলি রচিত, খচিত রতন-পাতি,
আধ আগল, সাধে কি পাগল সে রূপে গোলোকপতি,
আধ-দুলিত আধ-গলিত, গলে গজমতি মাল ললিত,
(ধনি) আধ-টলিত আধ-চলিত মথুরারি পথপানে॥
ধাওল শত সঙ্গিনী সাথে কিশোরী কেশবরঙ্গিণী,
বরেখা ঋতু আগতে যথা মক্তযুথে মাতঙ্গিনী
ঘন হাহাকারে পূরে আকাশ, অনল জিনিয়া সঘন শ্বাস,
বুঝি বা বিশ্ব হয় বিনাশ, ত্রাস সরোজ-প্রাণে। ৮॥