সঙ্গীত-সুধা/একবার ডাক্‌ দেখি মন

২৫

বাউলের সুর—একতালা।

একবার ডাক্‌ দেখি মন, ডাকের মতন, দয়াময় বলে’;
এখনি পাবি দরশন, ডাকের মত ডাকা হ’লে।
বল আর কতদিন ভবে, পাপের বোঝা মাথায় ব’বে,
অনুতাপে দগ্ধ হবে, জীবন যাবে বিফলে।
তিনি অন্তরের ধন, অন্তরে কর সাধন,
সঁপিয়ে জীবন-মন, তাঁর শ্রীচরণতলে।